মোল্লাহাটে গাজা ও গাছসহ ৪ মাদক কারবারি আটক
প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ১৯:৪৫ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৯:০১
বাগেরহাটের মোল্লাহাটে পৃথক অভিযানে গাজা ও গাজা গাছসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার উদয়পুর গ্রামে অভিযান চালিয়ে গাজাসহ তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২১৫ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার গাড়ফা গ্রামের বাকু শেখের দ্বীন ইসলাম ওরফে বিটকেল, উদয়পুর উত্তরকান্দি গ্রামের আফজাল কাজী, একই গ্রামের নান্নু শরীফের বরকত শরীফ।
অন্যদিকে একই দিনে আরেক উপজেলার গাওলা ইউনিয়নের উত্তর মাটিয়ারগাতি গ্রাম থেকে গাজা গাছসহ ধীরেন বিশ্বাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ধীরেন বিশ্বাস মাটিয়ারগাতি গ্রামের মৃত ভেজাল বিশ্বাসের ছেলে।তিনি বিক্রয়ের উদ্দেশ্যে গাজা গাছ রোপন করেছিলেন। উদ্ধারকরা গাছটি ১৫ ফুট লম্বা।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজা ও গাজা গাছসহ চারজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত