মোরেলগঞ্জে পূজা উদ্যাপন পরিষদের নেতা বহিস্কার
প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১৯:৫৫ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৫১
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের মোরেলগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক হরিচাঁদ পোদ্দার ধলুকে বহিস্কার করা হয়েছে। বুধবার বিকেলে পূজা উদযাপন পরিষদ মোরেলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শংকর কুমার রায় ও সদস্য সচিব স্বপন কুমার সাহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন ৭ই আগষ্ট বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের নির্দেশনায় তাকে সংগঠন বিরোধী কার্যকলাপ ও অসাদাচারনের সাংগঠনিক সকল কর্মকান্ড থেকে বিরত থাকা এবং পূজা উদযাপন মোরেলগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে চুড়ান্ত বহিস্কার করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত