মোদির শুভেচ্ছা বার্তার জবাব দিলেন শাহবাজ শরীফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ মার্চ ২০২৪, ১১:১৪ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫

পাকিস্তানের সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার মোদির সেই শুভেচ্ছা বার্তার জবাব দিয়েছেন শাহবাজ।

অফিশিয়াল এক্স হ্যান্ডেলে শাহবাজ লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আমার নির্বাচনের জন্য অভিনন্দন জানানোয় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ।’

এর আগে, গত ৫ মার্চ শাহবাজের উদ্দেশে নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শাহবাজকে অভিনন্দন।’

গত ৩ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্যদের ভোটে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরীফ। তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর বর্তমান সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত