মোকামতলায় যাত্রীবাহি বাস থেকে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৪ এপ্রিল ২০২১, ২০:২১ |  আপডেট  : ৯ জুন ২০২৪, ২২:১৩

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় যাত্রীবাহি দুটি বাস থেকে ১৬০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন রংপুরের বাসিন্দা নাজিম উদ্দিন ও কুড়িগ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১০টার দিকে রংপুর থেকে খালেক এন্টারপ্রাইজের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় ফেনসিডিলসহ নাজিমকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পরেই একই এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে তল­াশী চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় সাইফুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধার অভিযানে শিবগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, মোকামতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহীনুজ্জামানসহ আরও পুলিশ কর্মকতা উপস্থিত ছিলেন। শিবগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মাদক উদ্ধারের ঘটনায় দুটি পৃথক মামলার হয়েছে, এমন অভিযান অব্যহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত