মেহেরপুর সাহিত্য পরিষদের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৬ |  আপডেট  : ৩ মে ২০২৪, ১৮:০০

মেহেরপুর সাহিত্য পরিষদের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সাহিত্য সংগঠনটি। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও সাহিত্য পরিষদ এর মেহেরপুর জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান মালেক, জেলা জজ আদালতের পিপি এডভোকেট পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুরুল আহমেদ। এ সময় সংগঠনদের পক্ষ থেকে সাহিত্য গ্রন্থ 'ঠিকানা' এর মোড়ক উন্মোচন করা হয়। পরবর্তীতে গ্রন্থটি থেকে কবি বৃন্দ তাদের লেখা কবিতা আবৃত্তি করে শোনান। অনুষ্ঠানে বক্তারা সাহিত্যচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কবি সাহিত্যিকদের কার্যক্রম কে এগিয়ে নিতে মেহেরপুর সাহিত্য পরিষদের কার্যক্রম কেউ সাধুবাদ জানান অতিথিবৃন্দ। পরবর্তীতে সেখানে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত