মেহেরপুর শহরে জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৪ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ২২:২৩

মেহেরপুর শহরের প্রধান সড়ক কাঁশারি বাজারে আপন জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল আপন জুয়েলার্সের দোকানের দেওয়াল কেটে ভিতরে প্রবেশ করে ২৫-৩০ ভরি স্বর্ণসহ নগদ প্রায় ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছে বলে জানান দোকান মালিক। আপন জুয়েলার্সের মালিক শংকর কুমার পাত্র জানান বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে চলে যাই। শনিবার সকালে এসে দেখি ভিতরে জিনিসপত্র সব তছনছ করা এবং দেয়ালে ভাঙ্গা। তিনি জানান, দোকানে প্রায় নগদ ৫০ হাজার টাকাসহ ২৫-৩০ ভরি স্বর্ণালঙ্কার চোরের দল নিয়ে যায়। 

এদিকে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শহরের প্রাণকেন্দ্রে প্রধান সড়কে কাঁশারি বাজারে অবস্থিত আপন জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় মেহেরপুরে স্বর্ণ ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান বেশ কয়েকজন দোকান মালিকগণ। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে, যারা জড়িত তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার রাফিউল আলম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত