মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১৯:০১ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬
আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মুনসুর আলম খান, উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস। জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, বিজ্ঞ পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জিয়াউদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, জেলা তথ্য কর্মকর্তা মোঃ মামুন হক মামুন, গাংনী পৌর মেয়র মোহাম্মদ আহমেদ আলী বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত