মেহেরপুরে স্যানিটারী ন্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের উদ্বোধন
প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১৬:৫৪ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২০:০৩
শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মেহেরপুরে স্যানিটারী ন্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের অদূরে শিঙ্গির মাঠে পয়ঃবর্জ্য পরিশোধনাগার চালু করা হয়েছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, প্যানেল মেয়র শাহিনুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল প্রমুখ।
পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন বলেন, মেহেরপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই উদ্দ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন পৌরসভার কর্মীরা শহরে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। পরিশোধনাগারের মাধ্যমে সার উৎপাদন করে সেগুলো বাজারজাত করার ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত