মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত প্রতিবন্ধী নারীর মৃত্যু
প্রকাশ: ৩ আগস্ট ২০২২, ১৩:৫৩ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১১:৫১
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ডে চলন্ত বাসের নিচে মাথা দিয়ে অজ্ঞাত ঐ নারী (৫০) আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই অজ্ঞাত ওই নারী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিলেন। সে চলন্ত বাস, ট্রাকের নিচে মাথা দেওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়রা তাকে বার বার বাঁধা দিলেও সুযোগ বুঝে একটি চলন্ত বাসের নিচে মাথা পেতে দেই। বাসের চাকায় স্পৃষ্ট হয়ে যায় তার মাথা ও মুখমণ্ডল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহম্মেদ বলেন, নিহতের পরিচয় মেলেনি। তার মাথা ও মুখমণ্ডল স্পৃষ্ট হয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত