মেহেরপুরে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০৮:৪৯ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:০৬
মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শহরে মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আহমেদের সঞ্চালনায় ও জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি'র সভাপতি এ্যাডঃ মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ জেলা যুবদলের নেতাকর্মীরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপে¶ সরকারের অধীনে নির্বাচন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধগতি, মিথ্যা মামলা প্রত্যাহার, গুম-খুন ও হত্যার প্রতিবাদে এবং জনগনের দাবি-দাওয়া নিয়ে বিএনপি মাঠে আছে। রাতের ভোটে যারা ক্ষমতায় আছে তাঁদের আন্দোলনের মাধ্যমে টেনে হেঁচড়ে নামিয়ে আমরা ঘরে ফিরবো। যত বাঁধা আসুক ঐক্য’র মাধ্যমে তাদের সমস্ত বাঁধা প্রতিহত করব। আগামী ২০২৩ সাল হবে জনতার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত