মেহেরপুরে প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০৯:৫৯ |  আপডেট  : ১২ মে ২০২৪, ১১:৪৪

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে স্বাধীনতাত্তোর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক যুগান্তকারী কর্মসূচিও ঐতিহাসিক অর্জনসমূহের আলোকে উপজেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয। 

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা। সেমিনার সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম,প্রধান শি¶ক জাহিদুর রহমান, নুরুল ইসলাম, কমরউদ্দিন, মাকসুদা খাতুন, অর্চনা রানী প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত