মেহেরপুরে দিনে-দুপুরে ছিনতাই
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৯ | আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০২:০৭
মেহেরপুরে দিনে-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের শিশু বাগানপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। শিশু বাগান পাডার কাজিম শেখর স্ত্রী ময়না খাতুন (৩৬) ছিনতাইকারীরর কবলে পড়ে।
ছিনতাইকারীর কবলে পড়া ময়না খাতুন বলেন, নিজ বাড়িতে পাশে থাকা জায়গায় জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পেড়ে বাড়ি ভিতরে প্রবেশ করার সময় দরজার সামনে ওত পেতে থাকা ছিনতাইকারী আমাকে মুখ চেপে ধরে ফেলে দেয়। আমাকে কিল-ঘুশি মারতে থাকে। আমাকে মারধোর করে আমার গলায় থাকা এক ভরি ওজনের আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আমার ছেলে অনিক অনিক করে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীকে ধরা সম্ভব হয়নি। ছিনতাইকারী পালিয়ে যাওয়ার সময় তার একজোড়া স্যান্ডেল ফেলে রেখে পালিয়ে যায়। তার পরনে সাদা শার্ট ও কালো রঙের জিন্স প্যান্ট পরা ছিল বলে জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত