মেহেরপুরে জেল হত্যা দিবস পালন
প্রকাশ: ৩ নভেম্বর ২০২২, ১২:৪৭ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৯:৫২
মেহেরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন । আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় জেল হত্যা দিবসের দিন ব্যাপী কর্মসূচি সূচনা করা হয়।
এসময় মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি বুলবুল হোসেন জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন। জাতীয় ৪ নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এম. এ. খালেক পুষ্পমাল্য অর্পণ করেন। এ ছাড়াও মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগ, মেহেরপুর পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলা লীগ, কলেজ ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনামের স ালনায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদেও চেয়ারম্যান এম. এ. খালেক, মেহেরপুর জেলা পরিষদেও চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম। এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, পৌর কাউন্সিলর রোকসানা কামাল, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, ইটভাঙ্গা মালিক সমিতির সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রার্থী বুরহানুল আজিম রিয়াদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত