মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ
প্রকাশ: ৭ আগস্ট ২০২২, ১২:১৬ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৩:১০
ভোলা জেলায় পুলিশ বিএনপি সংঘর্ষে গত ৩১ জুলাই স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম হত্যার প্রতিবাদে মেহেরপুর জেলা আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ। আজ রবিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর কোর্ট মোড় এলাকায় নিমতলা আইনজীবী ভবনের সামনে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি অ্যাড: রফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিজ্ঞ সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান স্বপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড: এ কে এম জিল্লুর রহমান, অ্যাড: এ এস এম সাইদুর রাজ্জাক। বক্তারা বলেন, পুলিশ দিয়ে গুলি করে হত্যার মাধ্যমে আমাদের আন্দোলনকে দমানো যাবে না। অচিরেই বিচারবহির্ভূত সকল হত্যার ও গুম খুনের বিচার হবে। সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড: ফরিদ উদ্দিন, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম-সম্পাদক আতাল হক আন্টু, জেলা আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম-২, আইনজীবী আব্দুল হালিমসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত