মেহেরপুরে গাঁজা সেবকের সময় ৯ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ
প্রকাশ: ১৩ জুন ২০২১, ১৮:৪৬ | আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৩:৪৭
মেহেরপুরে গাঁজা সেবকের সময় হাতেনাতে ৯ জন গাঁজা সেবীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার দুপুর পনে বারটার দিকে শহরের কালাচাঁদপুর ৪ নং ওয়ার্ডে কাসেম সাঁইজির আশ্রম বাড়ীতে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিথিলা দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের জেল ও ২শত টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলো, মেহেরপুর কালাচাদপুরের রইস শেখ এর ছেলে সিরাজুল ইসলাম (৫৬), সদর উপজেলার বারাদি গ্রামের আমিরুল ইসলামের ছেলে আব্দুল হালিম (২৮), মেহেরপুর শহরের ১ নং ওয়ার্ড তাতীপাড়ার কাওছার আলীর ছেলে মাসুম আলী (৪০), ৪ নং ওয়ার্ড খাঁ পাড়ার দ্বীন মোহাম্মদের ছেলে খোকন আলী (৩৮), সদর উপজেলার কামদেবপুর গ্রামের আখের আলরি ছেলে রফিকুল ইসলাম (৫০), মেহেরপুর শহরের বেড় পাড়ার জয়নাল আলীর ছেলে জুয়েল রানা (৩০), মৃত তালেব এর ছেলে মাহিরুল (৪৫), ৬ নং ওয়ার্ড বড়বাজার পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে আরিফুজ্জামান সালাম (৩২) ও গাংনী উপজেলার আযান গ্রামের কিফাত আলীর ছেলে মেহেদী হাসান (২৬)। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলি, সদর থানার ওসি শাহ দারা খান।
ঘটনাস্থান পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি দল কথিত সাঁইজির আকড়ায় অভিযান চালিয়ে মাদক গ্রহনের সময় ৯ জনকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জেল জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত