মেহেরপুরে করোনা সংক্রমণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

প্রকাশ: ৪ মে ২০২১, ১৯:১২ | আপডেট : ৪ মে ২০২৫, ১৮:৫৮
.jpg)
মেহেরপুরে করোনা সংক্রমণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের হোটেল বাজার এলাকায় সৌখিন স্টোর নামক এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাসের নেতৃত্বে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক সৃষ্টির লক্ষ্যে অভিযান চালানো হয়।
এসময় অভিযান চলাকালে শহরের হোটেল বাজার এলাকায় সৌখিন স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন। বিষয়টি জানতে পেরে সৌখিন স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। সেই সাথে উক্ত ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত বাড়িতে নিজেকে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার জন্য এবং ব্যবসা প্রতিষ্ঠানের সকল কর্মচারী, কর্মকর্তা ও বাড়ির পরিবারের লোকজনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত