মেহেরপুরে করোনা ভাইরাস সর্ম্পকে পুলিশের সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২১ মার্চ ২০২১, ১৯:৫১ |  আপডেট  : ১৮ মে ২০২৪, ২১:০১

মেহেরপুরে জেলা পুলিশের উদ্যেগে করোনা ভাইরাস সর্ম্পকে সচেতনতামূলক প্রচারণাসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন। মেহেরপুর শহরে সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে ও সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য রবিবার সকালে মেহেরপুর সদর থানার ওসি শাহ-দারা-খাঁনের নেতৃত্বে সচেতনতামূলক প্রচারণাসহ মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়। 

এ সময় পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকা এবং মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহবান জানানো হয়। একই সাথে মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাফেরা করলে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। সচেতনতামূলক প্রচারের সময় পুলিশের গাড়ীর শোডাউনের পাশিপাশি মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম অংশগ্রহন করে। 

আরো লক্ষ্য করা গেছে, গণপরিবহন গুলোতে অনেকের মুখে মাস্ক না থাকার কারণে তাদেরকে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত