মেসিই যে কারণে আর্জেন্টিনাকে ফেবারিট মানছেন না

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ১১:৩৩ |  আপডেট  : ১৪ মে ২০২৪, ২১:৫৭

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফেবারিট? সবাই সমস্বরে হ্যাঁ বলতে পারেন কিংবা কেউ কেউ বলতে পারেন, প্রশ্নের কী আছে! বিশ্বকাপের যেকোনো টুর্নামেন্টেই তো আর্জেন্টিনাকে ফেবারিটের কাতারে রাখা হয়। 

এবারের দলটা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে এবং ২০১৯ সাল থেকে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকায় আর্জেন্টিনাকে রাখা হয়েছে ফেবারিটের কাতারে। কিন্তু স্বয়ং লিওনেল মেসিই তাঁর দেশকে ফেবারিটের কাতারে রাখতে চাইছেন না। ফেবারিট-তত্ত্বে বিশ্বাস নেই মেসির। তাঁর মতে, ৩৬ বছর পর প্রথম বিশ্বকাপ জিততে চাইলে আর্জেন্টিনাকে সবার আগে যে কাজটা করতে হবে, ফেবারিট তকমা গায়ে লাগানো যাবে না।

২৮ বছরের ট্রফি–খরা ঘুচিয়ে গত বছর অপরাজিত থেকে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এই ফর্ম লিওনেল স্কালোনির দলকে কাতার বিশ্বকাপে ফেবারিট বানিয়েছে। ‘ইউনিভার্সো ভালদানো’কে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন মেসি, ‘এখন সব দলের বিপক্ষে খেলাই কঠিন। (বিশ্বকাপে) সব দলকে হারানোই কঠিন হবে।’

মেসি এরপর যুক্তি দেন, ‘(অপরাজিত থাকার পথে) ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। যদিও ওরা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না। তবে লাতিন দলগুলোকে হারানোও কঠিন। আর আমরা ভালো ফর্ম নিয়েই বিশ্বকাপে খেলব। কিন্তু আমরা ফেবারিট তকমার ফাঁদে পা দিয়ে বিশ্বাস করতে পারি না, ফেবারিট হওয়ায় এমনিতেই জিতব। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ম্যাচ ধরে ধরে এগোতে হবে।’

আর্জেন্টিনার বাইরে বিশ্লেষকেরা ব্রাজিল ও ফ্রান্সকে ফেবারিট হিসেবে ভাবছেন। পিএসজি তারকা মেসি ফেবারিট হওয়ার ভারটা এ দুই দলের ওপর চাপিয়ে দিলেন, ‘ফ্রান্স ভালো দল। তাদের কয়েকজন খেলোয়াড় চোট পেলেও ভয় পাইয়ে দেওয়ার মতো দল গড়েছে। দলে সেরা খেলোয়াড়েরা আছেন এবং এমন এক কোচ আছেন, যিনি দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের সঙ্গে কাজ করে গত বিশ্বকাপও জিতেছেন। ব্রাজিলের খেলোয়াড়েরাও বেশ ভালো। বিশেষ করে আক্রমণভাগে। তাদের ভালো ৯ নম্বর আছে, নেইমারও আছে।’

মেসি আগেই ফাইনালে তাকাচ্ছেন না। আর্জেন্টাইন তারকার সব মনোযোগ প্রথম ম্যাচ ঘিরে। ২২ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। তার আগে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনির দল। 

মেসি আবুধাবিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আল নাহিয়ান স্টেডিয়ামে আর্জেন্টিনা দলের সঙ্গে মেসির অনুশীলন দেখতে এসেছিলেন হাজারো মানুষ। এই যে ফেবারিট-তত্ত্বের ফাঁদ এবং যথারীতি আগ্রহের কেন্দ্রবিন্দুতে মেসি—এসব পাত্তা না দিয়ে মেসি শুধু প্রথম ম্যাচটি নিয়েই ভাবছেন, ‘আমরা (শিরোপার জন্য) লড়াই করব। এটাই লক্ষ্য। তবে সবার আগে প্রথম ম্যাচটা জিততে হবে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত