মূল্য তালিকা না থাকার অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৩, ১৯:১৫ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৫:৪৮
মূল্য তালিকা না থাকার অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার সকালে(২ডিসেম্বর) মাদারীপুরের কালকিনি উপজেলার কাচাবাজার এলাকার মানজেল হাওলাদারের মায়ের দোয়া গোস্তের দোকান, সাইফুল ইসলামের মায়ের দোয়া গোস্তো ভান্ডার, ও গোপালপুর বাজারের কাশেম বেপারীর মা বাবার দোয়া গোস্তর দোকান ও ভূরঘাটা বাজারের আবু-তালেব হাওলাদারের মায়ের দোয়া পল্ট্রি হাউজকে এ জরিমানা করা হয়। এ সময় প্রত্যেককে ২হাজার করে ৪দোকান মালিককে ৮হাজার টাকা হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে এমন অপরাধ আর না করে। একইসঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ করার প্রতি আহ্বান জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। অভিযান পরিচালনা করেন মাদারীপুর ভোক্তা অধিকারকার্যালয়ের উপ-পরিচালক জান্নাতুল ফেরদৌস, কালকিনি স্যানিটরী কর্মকর্তা একরামুজ্জামান, কালকিনি থানা এসআই রাজিব হাসানসহ অন্যান্যরা ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত