মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন শেখ মোঃ আব্দুল্লাহ

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৯ |  আপডেট  : ২৯ ডিসেম্বর ২০২৫, ২২:১০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ধানের শীষের  প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। 

রবিবার(২৯ ডিসেম্বর) বিকাল সারে ৩ টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও মুন্সীগঞ্জ জেলা রিটার্নি অফিসার সৈয়দা নূরমহল আশরাফীর হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে দলের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মনোনয়নপত্র দাখিল শেষে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। গত তিনটি জাতীয় নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করে রেখেছিল। দেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে, ভালো লাগছে এভাবে দলীয় নেতাকর্মীদের দোয়া নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে পেরে। মুন্সীগঞ্জ-১ আসনের জনগণ যদি আমাকে সুযোগ দেন, তবে আমি তাদের অধিকার আদায়ে সংসদে জোরালো ভূমিকা রাখব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি এবং সে লক্ষ্যে বিএনপি রাজপথে ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় রয়েছে। এ সময় সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরণ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম,সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ-১ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত