মুন্সীগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিনের পক্ষে ১০০ আইনজীবীদের গণসংযোগ
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:১১ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১০:৫১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে ১০০ জন আইনজীবীকে নিয়ে নৌকার প্রার্থী আলহাজ¦ মহিউদ্দিনের পক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাতেন। আজ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গণসংযোগকালে শ্রীনগর সিরাজদিখান উপজেলার শ্রীনগর ছনবাড়ি,চকবাজার মার্কেট,শ্রীনগর স্টেডিয়াম মার্কেট,শ্রীনগর বাজার, সিরাজদিখান মালখানগর,মদ্যপাড়া সংলগ্ন বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট নাসিম জাহান রুবি, এডভোকেট আসাদুজ্জামান খান রচি, এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, এডভোকেট মুহাম্দ জুয়েল, এডভোকেট নাছিমা আক্তার, এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, ব্যারিস্টা জি কিবরিয়া শিমুল, এডভোকেট মোহাম্মদ আলী, এডভোকেট মাহবুবুর রহমান তুহিন, এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম পল্টু, এডভোকেট মোঃ সোহেল রানা, এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ আনোয়ার, এডভোকেট মোঃ ফিরোজ খান।
বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাতেন বলেন, মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে নৌকার প্রার্থীকে ভোট দিন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত