মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন সভাপতি শাহনাজ/সম্পাদক

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১২:১৭ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭

মুন্সীগঞ্জে রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে দৈনিক এই বাংলার স্টাফ রিপোর্টার শাহনাজ বেগম হীরা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মুন্সীগঞ্জের খবরের চীফ রিপোর্টার এম এম রহমান। দৈনিক স্বদেশ প্রতিদিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মহিউদ্দিন আহমেদকে সিনিয়র সহ- সভাপতি নির্বাচিত করে ১১ সদস্যের কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। গত ০৬ জুন বৃহস্পতিবার ২০২৪ ইং তারিখে মাঠপাড়া এলাকায় রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মো: আক্কাস আলীর সভাপতিত্বে মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যকরি কমিটির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন, সভাপতির পদ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং বিবিদ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা ১নং- বিষয়ে কারো কোনো আপত্তি না থাকায় বিগত সভার কার্য বিবরণী সর্ব সম্মতি ক্রমে গ্রহণ করা হয়। ২ এবং ৩ নং আলোচ্য বিষয়ে সভার বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সর্ব সম্মতি ক্রমে বিগত কার্য পর্ষদ বিলুপ্তি করা হয় এবং সংগঠন গতিশীল করার জন্য ১১ সদস্যের কার্য নির্বাহী কমিটি গঠন করার জন্য বলা হয়। সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যের নিকট হতে সভাপতি পদের জন্য নাম প্রস্তাব চাইলে মো. মাসুম হাসান আফিফ শাহনাজ বেগমকে সভাপতির নাম প্রস্তাব করলে মহিউদ্দিন আহমেদ সমর্থন করেন। সভার সভাপতি সকল সদস্যের মতামত জানতে চাইলে সকলে একমত পোষণ করেন। সাধারণ সম্পাদক পদে সভার সভাপতি নাম প্রস্তাব চাইলে হামিদুল ইসলাম লিংকন এম.এম.রহমানকে সাধারণ সম্পাদক পদে তার নাম প্রস্তাব করেন। এবং তা আসাদউজ্জামান নবীন সমর্থন করেন। সভার সভাপতি উপস্থিত সকলের মতামত জানতে চাইলে সকলে একমত পোষণ করেন।

এছাড়াও সভায় সকলের সম্মিতি ক্রমে নতুন কমিটিতে সিনিয়র সহ- সভাপতি নির্বাচিত হন দৈনিক স্বদেশ প্রতিদিনের মো. মহিউদ্দিন আহমেদ। সভায় পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করার জন্য নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদেরকে নির্দেশ প্রদান করা হয়। ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ সকলের মতমতের উপর ভিত্তি করে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করবেন। যা আগামীতে আনুষ্ঠানিকভাবে কমিটির সকল সদস্যেদের পূর্নাঙ্গ নামের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ১১ সদস্যের কার্য নির্বাহী পরিষদ।

 

সান
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত