মুন্সীগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ৯ নভেম্বর ২০২২, ০৯:৪০ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭
মুন্সীগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০২২ ও আইডিইবির ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। “টেকসই উন্নায়নে নবায়ন যোগ্য জ্বালানী" প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ই নভেন্বর রোজ মঙ্গলবার সকাল দশটায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ(আইডিইবি) মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে মুন্সীগঞ্জ পৌরসভার সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভার সমানে এসে পুনোরায় আলোচনা সভায় মিলিত হয়।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ(আইডিইবি) মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃআমিরুল ইসলাম শাহিনের সভাপত্বিত্ত এবংইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ(আইডিইবি) মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারন সন্পাদক মোঃনুরুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় উক্ত বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান অটল,সহ-সভাপতি মোঃশাহজাহান ,মহিলা বিষয়ক সন্মাদক আয়েশা খানম।
এসময় আরো উপস্হিত ছিলেন ,মোঃশাহআলম বাদশা,আব্দুল আল মামুন,মোঃজুয়েল সিকদার,মোঃজুয়েল সিকদার ,মোঃজাকির হোসেন,আহমেদ রেজা আল মামুন , মোঃমনিরুল ইসলাম, মোঃরায়হান মোহাম্মদ মাসুদ,আব্দুর রহমান ,মোঃমহিউদ্দিন,শুভ দেবনাথ,মোঃওয়াজিউল্লাহ,মোঃআশিকুর রহমান এবং মুন্সীগঞ্জ জেলা আইডিইবির ( ওয়েব পোর্টাল) এডমিন মোঃখাইরুল ইসলাম প্রমূখ ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত