মুন্সীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে ধরে পুলিশে দিল ছাত্র-জনতা

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩১

মুন্সীগঞ্জে ছাত্র-জনতা এক সাবেক ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার নাম রিয়াজুল ইসলাম বিরাজ (৭৬)। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সদরের মহাকালী ইউনিয়ন পরিষদের সাবেক এ চেয়ারম্যানকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সজল মোল্লা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখোনো হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান বিরাজ মহাকালীর প্রয়াত শাহ-আলমের ছেলে।

সজল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আবু সিদ্দিক জানান, ছাত্র-জনতার সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজল হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে সজল মোল্লাসহ ৩ জন নিহত ও অর্ধ-শতাধিক আহত হয়। আন্দোলনে সজল মোল্লা হত্যার ঘটনায় গত ২০ সেপ্টেম্বর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন ও তার ছেলে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবসহ ৪৫১ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত