মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১৭:১১ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি ও ১২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক-কাটা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রতিনিধিদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন। জেলা প্রতিনিধি শেখ সাইদুর রহমান টুটুলের সভাপতিত্বে ও প্রতিনিধি নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আসলাম খান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাছির উদ্দীন উজ্জ্বল।
এ ছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি এডভোকেট লাভলু মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট সুজন হায়দার জনি, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিমউদদীন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাব্বির হোসেন দিপু, ভবতোষ চৌধুরী নুপুর, সাংবাদিক সোনিয়া হাবিব লাবনী, সাংবাদিক সেতু ইসলামসহ বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ সময় বক্তারা এশিয়ান টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামণা করেছেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত