মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতি

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১৬:২৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২০

বাংলাদেশের নিচু অঞ্চলের মধ্যে অন্যতম জেলা মুন্সীগঞ্জ। এছাড়া মুন্সীগঞ্জের চারদিকে নদী বেষ্টিত হওয়ায় ইতিমধ্যে জেলার চরাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে পানি। প্রতিনিয়ত বারছে পানি। গত দুদিনে দুই ফিটের অধিক পানি বেড়েছে বলে চরাঞ্চলে বসবাস করা কতিপয় ব্যাক্তি জানান।

ইতিমধ্যে বাংলাদেশের ৯ টি জেলায় বন্যা ভয়াবহ রুপ ধারন করেছে। মুন্সীগঞ্জের চারপাশ থেকে নদীবেষ্টিত হওয়ায় বন্যার খবরে আতঙ্ক ছড়াচ্ছে এখানেও।

মুন্সীগঞ্জে বৃহস্পতিবার (২২ আগস্ট ) ভোররাতে ভা্রী বর্ষণ হয়েছে। সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও বেলা ১২টা হতে মুষলধার বৃষ্টি শুরু হয়েছে। ওজান হতে নেমে আসা ঢলের পানি ও বৃষ্টির কারনে প্রতিনিয়তই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে জনসাধারণের মাঝে আতঙ্ক বাড়ছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী গ্রামের বাসিন্দা মোঃ হাবিব বলেন, আমাদের এলাকায় দ্রুত পানি বাড়ছে । প্রতিনিয়ন নতুন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। দুদিন আগে আমাদের যে এলা্কা শুকনা ছিলো এখোন সেখানে হাটু পানি।

পানি উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জে এখানো বন্যা দেখা দেয়নি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পদ্মার পানি বিপদসীমা থেকে ৭০ সেন্টিমিন্টার নিচে রয়েছে। মেঘনা নদীতে পানির গতিবিধি কিছুটা উদ্বেগজনক  রয়েছে। মেঘনা নদীতে চলাচলকারীদের সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যদিকে পদ্মায় পানি বাড়লে ধলেশ্বরীতেও বাড়বে।’

তিনি আরো বলেন, ‘আমরা সার্বক্ষণিক পরিস্থিতি মনিটর করছি। মুন্সীগঞ্জে বন্যা নিয়ে এখনো আতঙ্কিত হওয়ার মত কোন আশঙ্কা এখোন আপাতন নেই। এরপরও প্রতিমুহুর্তে আমরা আপডেট জানাবো এবং প্রয়োজনে জেলা প্রশাসনের সহায়তা নিয়ে জরুরী মিটিং ডাকবো।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত