মুন্সীগঞ্জে ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ১২:৩৪ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২৫

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের রামপালের শান্তিনগর এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।  শনিবার বিকাল ৬ টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন-লিপি বেগম (৩৫) ও তার দশ মাসের মেয়ে আলিশা। তাদের বাড়ি মুন্সীগঞ্জ  সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,দশ মাসের মেয়ে আলিশাকে নিয়ে মিশুকে করে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন মা লিপি বেগম। এ সময় মুক্তারপুরগামী দ্রুতগতির ট্রাকটি(ঢাকা মেট্রো- ড-১১-২৬১৪) মিশুককের সামনে থেকে ধাক্কা দিলে মা-মেয়ে মিশুক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে।
দূর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত