মুন্সীগঞ্জে ট্রলার এবং বাল্কহেডের সংঘর্ষে আহত অনেকে

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৪, ১৪:৪৪ |  আপডেট  : ১৮ নভেম্বর ২০২৪, ০২:২০

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার এবং বাল্কহেডের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ইঞ্জিন চালিত একটি ট্রলার গজারিয়া লঞ্চঘাট এলাকা থেকে যাত্রী নিয়ে চরকিশোরগঞ্জ ঘাটের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মাঝ নদীতে বালু বোঝাই একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে কয়েকজন যাত্রী পানিতে পড়ে যান। পরে আশেপাশে থাকা ট্রলার এবং কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে।

আহতদের মধ্যে ভবেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিক সিকদার, ভবেরচর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুকনুজ্জামান সিকদার, হাবিবুর রহমান খোকন, আবু সাঈদ-সহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী রয়েছেন। একটি মামলার হাজিরা দিতে তারা মুন্সীগঞ্জ কার্টে যাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা বলেন আশেপাশে থাকা ট্রলার আহত যাত্রীদের উদ্ধার করে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত