বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১৯:২০ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ২২:২৪

বির্তক যেমন সত্যের সন্ধান দেয়, তেমনি সত্য-মিথ্যার স্বরূপ চিনে নিতে সহায়তা করে। গনতান্ত্রিক চর্চার অন্যতম অনুষঙ্গ এবং বির্তক একটি শিল্প। এমন যুক্তিমালার মধ্য দিয়েই শনিবার দিনভর শহরস্থ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-সমকাল’র যৌথ উদ্যোগে “জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা-২০২২” তুমুল তর্ক-বির্তকের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। অতীশ দীপঙ্করের জন্মভিটায় স্থাপিত ঐহিত্যবাহী বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের সদস্য সুমা আক্তার। আর রানার্সআপ হয়েছে শহরের এ ভি জে এম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। “কেবল বিজ্ঞানই পারে বিশ্ব শান্তির নিশ্চয়তা দিতে” এ বিষয়টি নিয়ে চ্যাম্পিয়ন দল বিপক্ষে এবং রানার্সআপ দল পক্ষে যুক্তি-তর্ক খন্ডন করেন। 

এবার মুন্সীগঞ্জ জেলায় জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয় গুলো হচ্ছে- বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়, কে কে গভ: ইনস্টিটিউশন, মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়, এ ভি জে এম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, বছিরননেছা উচ্চ বিদ্যালয়,  মুন্সীগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে “বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি”-স্লোগানে বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় স্কুল বিজ্ঞান বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলিফ হোসেন, এ ভি জে এম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন ধর, কে কে গভ: ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মিজানুর রহমান, মুন্সীগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান নয়ন প্রমুখ।

“বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি”-স্লোগানে শুরু হওয়ার বির্তাকিকদের পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্কে বির্তক প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে। দিনভর উৎসব মুখর পরিবেশের আবহ লক্ষ্য করা যায় বির্তাকিকদের মাঝে। এতে বিচারকের দায়িত্ব পালন করেন এটিএন নিউজের যুগ্ন বার্তা সম্পাদক সাহাদাত রানা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দান জনি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা ও আরটিভির জেলা প্রতিনিধি শেখ মো. শিমুল। সার্বিক সহযোগিতায় ছিলেন সমকাল সুরূদ সমাবেশ জেলা কমিটির সভাপতি জাহাঙ্গির আলম ঢালী, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ ও সুরূদ সদস্য কাজী জান্নাতুল নাঈম প্রমুখ।

দুপুর আড়াটার দিকে বির্তক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।  সমকালের পাঠক সংগঠন সুরূদ সমাবশ জেলা কমিটির সভাপতি নাট্যকার জাহাঙ্গির আলম ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকালের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রতিযোগিতার সমন্বয়ক কাজী সাব্বির আহমেদ দীপু। এ সময় বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত