মুন্সীগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১৬:৩৬ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫১
মুন্সীগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে হুমাইরা আক্তার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল শনিবার সকালে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাবিবা বেগমকে ধাক্কা দেয় একটি অটো। এতে হাবিবার কোলে থাকা হুমাইরা পরে গুরুতর আহত হয়। দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অটোরিকশা দুটি আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত