মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৮ সদস্য আটক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৪ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৩:৩১
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাকু, চাপাতি,দা,শাবল লোহার হাতুরি ও ৮টি মোবাইল উদ্ধার করা হয়।
সোমবার (১৯ ডিসেম্বর) ভোররাতে সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হল, মোঃ হৃদয় ,থানা মুলাদী,জেলা- বরিশাল,মোঃ জাকির হোসেন- জেলা ভোলা,মোঃ জামাল জেলা-বরিশাল, মোঃ নূর মোহাম্মদ জেলা-শরিয়তপুর। মোঃ ইসমাইল জেলা- বরিশাল,মোঃ সাদ্দাম বিশ্বাস জেলা- পটুয়াখালী,আহম্মেদ সবুজ চাঁদপুর,মোঃ রবিউ আলম জেলা-নোয়াখালী। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম আজ মঙ্গলবার সিরাজদিখান থানায় প্রেসব্রিফিং করে বলেন, সিরাজদিখান ইছাপুরা এলাকায় বাস স্টেশনের সামনে কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৮ ডাকাতকে আটক করে। এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত