মুদ্রাস্ফীতি ও জলবায়ু সংকটের বিরুদ্ধে প্যারিসে হাজারও মানুষের বিক্ষোভ
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১০:৫৬ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩
তিন সপ্তাহ ধরে একটি শোধনাগার ধর্মঘটের ফলে ফ্রান্স জুড়ে জ্বালানির ঘাটতি সৃষ্টি হয়েছে। এছাড়াও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে হাজার হাজার বিক্ষোভকারী প্যারিসে মিছিলে নেমেছেন। কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বামপন্থী রাজনৈতিক বিরোধী দল ফ্রান্স আনবোড পার্টির প্রধান জিন-লুক মেলেনচনের নেতৃত্বে রোববার (১৬ অক্টোবর) জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে বিক্ষোভটি শুরু হয়। সমাবেশে এক লাখ ৪০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। ইমানুয়েল ম্যাক্রোর সরকারের ওপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে এ বিক্ষোভ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মিছিলের আয়োজকরা এটিকে 'জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং জলবায়ু নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মার্চ' বলে অভিহিত করেছেন। তারা এই মিছিলে জলবায়ু সংকটের বিরুদ্ধে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি জ্বালানি, প্রয়োজনীয় পণ্য ও ভাড়ার খরচের উচ্চ মূল্যের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
মিছিলে কিছু প্রতিবাদকারী হিংসাত্মক সরকার বিরোধী বিক্ষোভের প্রতীক হলুদ ফ্লোরসেন্ট ভেস্ট পরেছিলেন। ২০১৮ সালে এ রকম একটি বিক্ষোভ ম্যাক্রোর ব্যবসাপন্থী কেন্দ্রবাদী সরকারকে নাড়া দিয়েছিল।
মঙ্গলবারে (১১ অক্টোবর) ডাকা পরিবহন ধর্মঘটের ফলে জ্বালানি শোধনাগার ও ডিপোগুলোর কার্যক্রমে ব্যাপক বাধা পড়েছে। ফলে দীর্ঘস্থায়ী গ্যাসোলিনের ঘাটতি সৃষ্টি হয়েছে। যানবাহনের ওপর নির্ভরশীল লাখ লাখ শ্রমিক ও অন্যান্য গাড়িচালকরা বিভ্রান্তিতে আছেন। পেট্রোল স্টেশনগুলোতে ক্রেতাদের বিশাল লাইন লেগে আছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত