মুজিবনগরে নাগার বিল খাল পুনঃখননের উদ্বোধন

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ৩ এপ্রিল ২০২১, ১৫:৩৮ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৪, ১৩:৫৬

প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাগার বিল খাল পুনর্খনন কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। 

মুজিবনগর উপজেলার গুরুত্বপূর্ণ কৃষি এলাকা নাগার বিল ও আশেপাশের মাঠের পানি নিষ্কাসনের লক্ষ্যে ভৈরব নদীর মোহনা থেকে নাগার বিলের দিকে ৩.৫ কিলোমিটার খাল পুনর্খনন কাজটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড বিএডিসি। গৌরিনগর গ্রামের নাগার বিলের খালপাড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা প্রশাসন ড. মুনসুর আলম খান। স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অমিতাভ সরকার। 

এসময় উপস্থিত ছিলেন ক্ষুদ্রসেচ প্রকল্পের পরিচালক জিয়াউল হক, প্রধান প্রকৌশলী লুৎফর রহমান, যশোর সার্কেল (সওকা) তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ, মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল, জেলা পিপি এ্যাডঃ পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম শাহিন, চিৎলা পাটবীজ খামারের যুগ্ম-পরিচালক রেজাউল হুদা, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের পরিচালক নুরুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত