মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, আবার বিয়ে করলেন ইভা রহমান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮ |  আপডেট  : ৭ এপ্রিল ২০২৫, ২০:৪২

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বদৌলতে গায়িকা হয়ে ওঠা ইভা রহমান আবারও বিয়ে করেছেন। গায়িকা নিজেই এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

মাহফুজুর রহমানের সঙ্গে বেশ অনেক আগেই তার ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জানা গেছে।  

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ইভার। তার স্বামীর নাম সোহেল আরমান। তিনি একজন ব্যবসায়ী ও ঢাকারই ছেলে।  

ইভা বলেন, ‘একদম ঘরোয়া পরিবেশে কাছের আত্মীয়স্বজনরা তার বিয়েতে উপস্থিত ছিলেন। নতুন করে জীবনটা শুরু করলাম। সবার দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি। ’

উল্লেখ্য, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা রহমান। তখনই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। সেই সম্পর্ককে পূর্ণতা দিয়ে তারা বিয়ে করেন। একসঙ্গে তারা গানও করেছিলেন। বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত