মামার বাড়ি

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১১:৫১ |  আপডেট  : ১৫ নভেম্বর ২০২৪, ০৩:২৭

মোঃ তাইফুর রহমান
-------------------------

কি যে মজা হবেরে ভাই
মামা বাড়ি যাব
ভাবি শুধু স্কুল আমার
কবে ছুটি পাব ?

মামার বাড়ির ফলবাগানে
ফল যে কত আছে
সেসব আমার ভাসছে চোখে
মন খুশিতে নাচে।

হাটে আমি যাব চলে
প্রিয় মামার সাথে
খুশির তালে কাটবে বেলা
গল্প হবে রাতে।

মামির হাতের পিঠা পুলি
খাব মজা করে
স্কুল কবে ছুটি হবে?
মন টিকে না ঘরে।

মামা বাড়ি যাব আমি
মনটা সুখে ভাসে
মামা বাড়ির সবাই আমায়
অনেক ভালোবাসে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত