মানসিক ভারসাম্যহীন মায়ের নবজাতকের দায়িত্ব নিলেন নিঃসন্তান দম্পতি
প্রকাশ: ৩ নভেম্বর ২০২২, ১৮:৫২ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪১
বাগেরহাটের মোরেলগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক মায়ের গর্ভে জন্ম নেওয়া নবজাতক শিশু পুত্রকে অপর এক নিঃসন্তান মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। শিশুটি ভূমিষ্ট হওয়ার একদিন পরে আজ বুধবার বিকেল ৪টার দিকে পার্শ্ববর্তী দক্ষিণ চিংড়াখালী গ্রামের আকরাম কাজী ও তার স্ত্রী মালা বেগম শিশুটির দায়িত্ব নেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও সমাজ সেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস আকরম-মালা দম্পতির হাতে শিশুটিকে তুলে দেন। স্থানীয়রা শিশুটির নাম রেখেছেন আব্দুল্লাহ আনছারী।
জানা গেছে, গত মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রামচন্দ্রপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের মানসিক ভারসাম্যহীন লামিয়া বেগমের ঘরে শিশুটির জন্ম হয়। লামিয়া অন্তসত্তা থাকা অবস্থায় তার স্বামী মো. জাকারিয়া প্রায়৭-৮ মাস পূর্বে নিখোঁজ হয়।
বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, নবজাতক শিশুটিকে দত্তক নিয়ে লালন-পালন করার জন্য আবেদন করেন নিঃসন্তান ওই দম্পতি। শিশুটির ভবিষ্যতের কথা ভেবে আবেদনের ভিত্তিতে অভিভাবক নির্ধারণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত