মানিকগঞ্জে সন্তানদের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৮ |  আপডেট  : ১৬ এপ্রিল ২০২৪, ২০:১৬

ফাইল ছবি

মানিকগঞ্জের সদরে জমি নিয়ে বিরোধের জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম আরশাদ আলী (৭৫)।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার জাগির ইউনিয়নের চর উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ছেলে ও ছেলের বউসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় সাত বছর আগে আরশাদ আলীর প্রথম স্ত্রী মারা যায়। সাত মাস আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই প্রথম স্ত্রীর সন্তানরা তাকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। সম্প্রতি তিনি স্থানীয় মসজিদে ১০ শতাংশ জমি দান করেন। এ নিয়ে ছেলেরা তার ওপর আরও ক্ষুব্ধ হয়ে ওঠে।

এরই জের ধরে রোববার সকালে বড় ছেলে খবির হোসেন, তার স্ত্রী ছাহেরা বেগম, ছোট ছেলে খোরশেদ আলী, স্ত্রী রুমা আক্তার এবং তাদের সন্তানরা আরশাদ আলীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। তারা একপর্যায়ে হাতুড়ি দিয়ে আরশাদ আলীর মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

খবর পেয়ে বড় ছেলে খবির হোসেনের বাড়ির সামনে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান ওসি আব্দুর রউফ সরকার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত