মাদারীপুর পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১৫:২২ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৯

মাদারীপুরে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস  উপলক্ষ্যে মাদারীপুর পৌরসভার উদ্যেগে ১৯৭১ সনের রনাঙ্গনের  মাদারীপুরের বীর মুক্তিযোদ্ধাদের মিনি ম্যারাথন, মিলনমেলা,প্রিতীভোজ ও সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে মাদারীপুর পৌরসভার সম্মলন কক্ষে মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক ড রহিমা খাতুন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিয়দ এর চেয়ারম্যান মোঃ মুনির চৌধুরী। অনুষ্ঠানে মাদারীপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পরে বীর মুক্তিযোদ্ধাদের সন্মাণনা প্রদান করা হয়। এর আগে মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীর পিতার প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পন করেন মাদারীপুর জেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত