মাদারীপুর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইকে হত্যা, আহত ৩

প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১৬:০৪ | আপডেট : ১ এপ্রিল ২০২৫, ১১:১৬

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় গুরতর আহত অবস্থায় আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করাহয়েছে। শনিবার বেলা১১ টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়াডের্ সরদার বাড়ীতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আজিবর সরদারের ছেলে আতাউর সরদার (৪০) ও সাইফুল সরদার (৩০)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাযায়, আজ সকাল ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরদার বাড়িতে আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন হামল াচালায়। এসময় আজিবর সরদারের তিন ছেলেসহ আরও দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করে এবং বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় আহতদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে আতাউর সরদার ও সাইফুল সরদার নিহত হয় এবং বাকি তিনজনকে ঢাকায় প্রেরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, নিহত সাইফুল ও শাজাহান গ্রুপের সাথে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যবসায়ী দ্বন্দ্ব চলেআসছিল। এরই অংশ হিসেবে আজস কালে শাজাহান গ্রুপের লোকজন সাইফুল গ্রুপের উপর হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়। এ পর্যন্ত দুইজন নিহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত