মাদারীপুরে হত্যাসহ একাধিক মামলার আসামী আব্দুল সরদারকে গ্রেফতার
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪
হত্যাসহ একাধিক মামলার আসামী আব্দুল সরদারকে গ্রেফতার করেছে করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদারীপুর ক্যাম্পের একটি দল। মঙ্গলবার জাজিরার বিকে নগর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল সরদার শরিয়াতপুর জেলার জাজিরা থানার বিকে নগর এলাকার আফসের সরদারের ছেলে।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে জাজিরার বিকে নগরে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সরদার, ভূমিদস্যু আওয়ামী ক্যাডার আবদুল সরদারকে গ্রেফতার করে। বাড্ডা ও বংশাল থানায় একাধিক হত্যা মামলাসহ জাজিরা থানায় অন্তত ডজনখানেক হত্যা চেষ্টা, গুম ও সংখ্যালঘুদের উপর হামলার মামলায় রয়েছে।
মাদারীপুর র্যাবের কোম্পানি উপ-কমান্ডার তুহিনুর রহমান জানান, আসামির বিরুদ্ধে এর আগেও স্পর্শকাতর চুরি, ছিনতাই, ডাকাতি,হত্যাসহ সহ একাধিক মামলা হয়েছে। তাকে র্যাব গ্রেফতার করেছে। পরে তাকে জাজিরা থানায় প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত