মাদারীপুরে মিথ্যে অভিযোগে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

  শফিক স্বপন , মাদারীপুর

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১৬:৩২ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ০১:০৬

মাদারীপুরে থানায় মিথ্যে অভিযোগ দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন কুনিয়া ইউনিয়নের এক ইউপি সদস্যসহ তার পরিবারের লোকজন। 

ভুক্তোভোগীরা জানায়, প্রায় দুই মাস আগে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের হুগলি এলাকায় মিজান হাওলাদার ও মহসিন হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হন মহসিনসহ কয়েকজন। এ ঘটনায় মহসিনের বড় ভাই মোশারফ হাওলাদার বাদী হয়ে মিজান হাওলাদারসহ কয়েক জনের নামে থানায় একটি মামলা করেন। এ মামলা বর্তমানে বিচার প্রক্রিয়ধীণ। পূর্বের ঘটনার জের ধরে বর্তমানে মহসীন হাওলাদারের স্ত্রী আসমা বেগম সদর মডেল থানায় চলতি মাসের গত ১২ তারিখ একটি অভিযোগ দেন। সেই অভিযোগ রাজ্জার পরমানিক, ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লাসহ ১৭ জনকে অভিযুক্ত করা হয়। এরপর থেকেই গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে ইউপি সদস্যসহ ১৭ জন। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লা বলেন, পূর্বের ঘটনা ছিল মহসিনের সথে মিজানের পরিবারিক দ্বদ্ব। 

এ ঘটনায় তারা নিজেরা নিজেরা আহত হয়। তখন আমাদের আসামি করে মামলা দেওয়া হয়। এরপর আবারও নতুন করে মিথ্যে আরও একটি অভিযোগ থানায় দেওয়া হয়। আমরা এ ঘটনার আগে পরে কোন ভাবেই জড়িত নই। এরপরে আমাদের ফাঁসাতে নতুন করে যড়যন্ত্র করা হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

হুগলি এলাকার স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোতালেব মোল্লা বলেন, ‘এখানে বিবাদমান দুই পক্ষ। মহসিন আর মিজান তাদের দ্বদ্বের জেরে এলাকার পরিবেশ আজ হিংসার পরিণত হয়েছে। 

এখানে একটি তৃতীয় পক্ষ এই দ্বদ্বের সুবিধা নেওয়ার জন্য অস্বস্তিকর একটি পরিবেশ সৃষ্টি করেছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এলাকার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ‘এ ঘটনায় কাউকে মিথ্যে হায়রানি করা হবে না। যারা অপরাধী তাদেরই আইনের আওতায় আনা হবে। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত