মাদারীপুরে ভোটকেন্দ্র দখল নেয়াকে কেন্দ্র করে দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪, ভাংচুর

  এসআর শফিক স্বপন মাদারীপুর প্রতি‌নি‌ধি

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ১৬:৩৮ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৪:০১

মাদারীপুরে একটি ভোটকেন্দ্র দখল নেয়াকে কেন্দ্র করে দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৪ জন। রোববার বেলা ১২টার দিকে সদর উপজেলার ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মাঝে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় বীর মু‌ক্তি‌যোদ্ধা সোহরাব সরদা‌রের বা‌ড়ি ভাংচুর করা হয়। 

পু‌লিশ ও স্থানীয়ারা জানান, মাদারীপুর-০৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ-এর সমর্থক আকবর মাতুব্বর প্রথমে ভোটপ্রদানে বাঁধার সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে। তাৎক্ষনিক এর প্রতিবাদ করেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের তাহমিনা বেগম-এর সমর্থক আফজাল মুন্সী। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের সামনে জড়ো হয়। পরে দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়াার ঘটনা ঘটে। এ সময় ভোটকেন্দ্রে দখল নেয়ার চেষ্টা করে তারা। পরে ব্যর্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মাঝে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, দুইপক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা থাওয়ারর ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় সেনবাহিনী, বিজিবি, র‌্যাব ও অন্যান্য আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মাদারীপুর-০৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম, জাতীয় পার্টি মো. আব্দুল খালেক, তৃনমূল বিএনপির প্রবীন হালদার, বাংলাদেশ সুপ্রিম পাটির্র নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস। কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং মাদারীপুর সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৮শ’ ৫৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮শ’ ৯৩ ও নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৯শ’ ৬০ জন। এছাড়া হিজড়া ভোটারের সংখ্যা ৩ জন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত