মাদারীপুরে ব্রীজ থেকে পানিতে ঝাপ দিতে গিয়ে প্রান গেলে মাদ্রাসা ছাত্র

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৩, ১১:৩৮ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৯

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের  পাখুল্লা গ্রামে বাড়ির পাশের ব্রীজ থেকে পানিতে ঝাপ দিতে গিয়ে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। 
ঘটনাটি ঘটেছে উপজেলারর দক্ষিন পাখুল্লার ফকির বাড়ি ব্রীজের নিচে। 

স্বজনরা জানায়, (২ অক্টোবার) সোমবার দুপুর একটার দিকে বাড়ি থেকে গোসল করার কথা বলে বের হয়  মাদ্রাসা শিক্ষার্থী সাকিবুল হাসান (১৩), পরে সাকিবুল দক্ষিন পাখুল্লার ফকির বাড়ি ব্রীজের উপর  থেকে পানিতে ঝাপ দিতে গিয়ে ডুবে যায়, পরে স্থানীয়রা পানির নিচ থেকে খুঁজে সাকিবুলকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসা মৃত ঘোষণা করে। 
নিহত সাকিবুল হাসান পাখুল্লা গ্রামের আলমগীর মৃধার বড় ছেলে ও আমগ্রাম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। 

রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন ঘটনা নিশ্চিত করেছেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত