মাদারীপুরে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত

  শফিক স্বপন,মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ১৫:১২ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১২:৪৪

মাদারীপুরে র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল পরীক্ষা কর্মসূচীতে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত হয়েছে। সোমবার সকালে ‘আগামীতে নিজের সুরক্ষায় ডায়াবেটিকসকে জানুন এই শ্লোগানকে প্রতিপাদ্য করে মাদারীপুর ডায়াবেটিকস সমিতির উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে মাদারীপুর ডায়বেটিকস হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে কেক কেটে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি কাজী হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাশার, কোষাধ্যক্ষ সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম ও কার্যকরী সদস্য শাহাবুদ্দিন হাওলাদারসহ অন্যরা। অনুষ্ঠান শেষে শতাধিক ডায়াবেটিক রোগীকে বিনা মূল্যে ডায়াবেটিকন চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত