মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের চোড়াই ডিজেলসহ আটক এক
প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১৫:৪২ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৫৬
মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ২২ ব্যারেল চোরাই ডিজেলসহ জালাল মোড়ল নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন।আটক জালাল শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের আব্দুল হালিম মোড়লের ছেলে।
ওসি বলেন, বুধবার রাত দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করায় জালাল মোড়লকে আটক করা হয়। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শাসন কাজের জন্য পদ্মা নদীতে চায়নাদের অসংখ্য ড্রেজার, বাল্কহেডসহ বিভিন্ন নৌযান চলাচল করছে। সে সব নৌযান থেকে দীর্ঘদিন ধরে জালাল শেখ চোরাই ডিজেল ও মবিল ক্রয় করে বেশি মূল্যে বাজারে বিক্রি করে আসছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে জালাল।
ওসি মিরাজ আরও বলেন, আটক হওয়া ব্যক্তির একটি ট্রাক থেকে ২০ ব্যারেল ডিজেল ও ২ ব্যারেল মবিল জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে শিবচর থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া বুধবার দুপুরে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত