মাদারীপুরে নিরাপদ অভিবাসন দক্ষতা উন্নায়ন শীর্ষক সেমিনার
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১৫:৩১
"প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার' এই স্স্নোগানকে সামনে রেখে মাদারীপুরে 'নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যূরো সোমবার সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভাকক্ষে এই সেমিনারের আয়োজন করে।
মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি)' অধ্যক্ষ স ম জাহাঙ্গীর আখতারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদারীপুরের জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন এ দেশে যবকদের বিদেশে যাওয়ার প্রবণতা সব চেয়ে বেশি তাই প্রথমে সরকারী ভাবে বিশেষ ট্রেডের উপর প্রশিক্ষণ নিয়ে বিদেশি ভাষা শিখে কাজের দক্ষতা নিয়ে যায় তাহলে আমাদের রেমিটেন্স বাড়বে এবং তাদের নিরাপদ জীবন হবে এবং যেই অর্থ দিয়ে বিদেশ যাবেন তাহলে সেই অর্থ হারানোত ভয় থাকবে না আর কখনই দালালের মাধ্যমে বিপদে না যাওয়া জন্য অনুরোধ করেন তিনি। প্রবাসী কর্মসংস্থান অধিনে অনুমোদিত এজেন্সি মাধ্যমে যাবেন যেনে শুনে বুজে যাবেন।
সেমিনারে আরো বক্তব্য রাখেন গোপালঞ্জ জেলার কর্মসংস্থান মন্ত্রলায়ের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়।মাদারীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলেয়া বেগম,বিসিক কশিল্প কার্যালায়ের সহকারী মহাব্যবস্থাপক মো. মাহামুদুল হাসান সহ অন্যন্য।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত