মাদারীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৭ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১১
মাদারীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলার সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার সাইফুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ভাস্কর সাহাসহ মাদারীপুর জেলার বিভিন্ন প্রিন্ট,ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় নবাগত পুলিশ সুপার জনাব সাইফুজ্জামান বিপিএম, মাদারীপুরের আইন শৃঙ্খলা রক্ষায় কিশোর গ্যাং ও ইভটিজিং এ জিরো টলারেন্স ঘোঘণা করেন। এছাড়াও মাদক নির্মুলসহ বিভিন্ন অনিয়মের ব্যপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকরা মাদারীপুরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মাদারীপুরের উন্নয়নে কাজ করার অভিব্যক্তি প্রকাশ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত