মাদারীপুরে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১৩:৩৯ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৪:১২
পথ চলতে আঠারো,যায় না থেমে এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে নতুন ধারার দৈনিকআমাদের সময়ের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকালে মাদারীপুর জেলা শহরের প্রাণকেন্দ্র সুমন হোটেল এলাকায় একুশ দর্পণ ভবনে দৈনিক আমাদের সময় পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক শফিক স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেয়র মো খালিদ হোসেন ইয়াদ।
এটিএন নিউজ এর মাদারীপুর জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা তথ্য কর্মকর্তা মোঃ রিয়াদুল ইসলাম, মাদারীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রাজিব মাহমুদ কাওসার, মাদারীপুর পৌরসভার সচিব খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, সময টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি সঞ্জয় কর্মকার অভিজিৎ, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম, মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সহ সভাপতি মীর ইমরান হোসেন প্রমুখ।
প্রধান অতিথি মেযর মোঃ খালিদ হোসেন ইয়াদ কেক কেটে আমাদের সময় পত্রিকার সাফল্য কামনা করেন। পরে অনুষ্ঠানে আগতরা হাতে দৈনিক আমাদের সময় পত্রিকা নিয়ে রেলি বের করে। রেলি শেষে সকলকে মিস্টি মুখ করানো হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত