মাদারীপুরে জেলা পরিষদের উদ্যেগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা
প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১৫:৫২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৩০
২৬ মার্চ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে শুক্রবার মাদারীপুর জেলা পরিষদের মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য আব্দুল মন্নান লস্কর, সদস্য নুরজাহান পারুল,বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতিচারন করে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে জেলার ১১৮ জন মুক্তিযোদ্ধার মধ্যে সম্মাননা ক্রেস্ট এবং নগদ দুই হাজার করে মোট ২ লাখ ৩৬ হাজার টাকা সম্মানি দেয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত