মাদারীপুরে জাতীয় শোক দিবস পালন

  শফিক স্বপন মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১৪:০৬ |  আপডেট  : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:১৪

মাদারীপুর জেলা আওয়ামীলীগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ নানা সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

সকালে মাদারীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করে। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা যুবলীগের সভাপতি আতাহার আলী সর্দার, জেলা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার প্রমুখ। 

এদিকে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের উদ্যেগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা পুলিশ বিভাগ, মাদারীপুর পৌরসভা, বিভিন্ন সরকারী- বেসরকারী প্রতিষ্ঠান,  মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হয়। পরে জেলা আওয়ায়ামীলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত